নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক এবং মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি যারা নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন, তারাও ভেতরে প্রবেশ করতে পারছেন না।
ফরহাদ জানান, এমন পরিস্থিতিতে ভোটগ্রহণের সুষ্ঠুতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। তার মতে, স্বচ্ছ নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষতা জরুরি, অথচ সেটাই এখন প্রশ্নের মুখে।
এর আগে, একই প্রার্থী অভিযোগ করেন, ভোটকেন্দ্রের একশ মিটারের মধ্যে কোনো ধরণের প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদল সেই নিয়ম লঙ্ঘন করছে। তিনি বলেন, প্রচারণা সংক্রান্ত বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এস এম ফরহাদের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো নির্বাচন কমিশন এবং প্রশাসনের নজরে আনা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এইউ