নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
সকাল সকালেই ক্যাম্পাসের প্রবেশপথগুলো যেন যুদ্ধক্ষেত্রের মতো নীরব কিন্তু সতর্ক। ঢাকার শাহবাগ মোড়ের দিকে এগিয়ে আসা মাত্রই চোখে পড়ে ব্যারিকেডের সারি, ভেতরে পুলিশ সদস্যদের সতর্ক দৃষ্টি এবং বাইরে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই। কোনো পরিচয়পত্র বা বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ঢাবির মধ্যে প্রবেশের অনুমতি নেই। সকাল সাড়ে ১০টার দিকে এই দৃশ্য ক্যাম্পাসের মূল প্রবেশপথে স্পষ্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের সময় ক্যাম্পাসে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বিজিবি ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সোমবার রাত থেকেই ক্যাম্পাসে মোতায়েন আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বড় কোনো ঘটনা ঘটবে না এবং প্রয়োজনে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে।
কমিশনার আরও জানিয়েছেন, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যেই জারি করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট আটটি কেন্দ্র এবং ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটকেন্দ্রে সরাসরি ফলাফল প্রদর্শনের জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোট গণনা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
এএইচ/এআর