images

শিক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মুসাদ্দিক সাংবাদিকদের জানান, ছাত্রদল ওই স্থানে একটি বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। তার দাবি, ওই বুথে ভোটারদের নামের পরিবর্তে প্রার্থীদের নাম লেখা রয়েছে, যা ভোটার তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, এমন কাজ নির্বাচন প্রক্রিয়ার পরিবেশকে নষ্ট করছে।

মুসাদ্দিক বলেন, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা মনে করবেন নির্বাচন কমিশন ছাত্রদলকে সমর্থন করছে।

অন্যদিকে, ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানভীর বারী হামিম এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ১০০ ফুটের বাইরে একটি ডেস্ক রেখেছি। আমাদের বিরুদ্ধে এই অভিযোগ সঠিক নয়।

এইউ