বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সকল ভোটারদের ভোট দিতে আসার আহ্বান করলেন জিএস প্রার্থী তানভীর বারী হামিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি আহ্বান জানান।
হামিম বলেন, সকল শিক্ষার্থী বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, আপনারা ভোট দিতে আসুন। আপনাদের উপস্থিতি বদলে দিবে পরিস্থিতি। গত ১৭ বছর এই তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। তাই আজকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভোটটি দিতে এগিয়ে আসুন।
নিজের ভোট প্রদানের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, একটু সময় লাগলেও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। আমার ১০-১২ মিনিট লেগেছে।
আইএসএস/এআর