images

শিক্ষা

ঢাবিতে একসাথে প্রবেশ করলেন ভিপি প্রার্থী সাদিক কায়েম ও ইয়ামিন মোল্লা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আবু সাদিক (সাদিক কায়েম) ও বিন ইয়ামিন মোল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তারা নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে ভেতরে আসেন।

এদিকে আবু সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন একাই। এ সময় তার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। অন্যদিকে বিন ইয়ামিন মোল্লা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ক্যাম্পাসে ঢোকেন। ভোট দেওয়ার জন্য আবু সাদিক যান বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে। আর বিন ইয়ামিন মোল্লা ভোট দেবেন সিনেট ভবনের সেমিনার রুম কেন্দ্রে।

এর আগে, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি হলে ১৩টি পদে ভোট হচ্ছে। সব মিলিয়ে প্রতিটি ভোটারকে দিতে হচ্ছে ৪১টি ভোট।

ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। শুরুতে ৮টি কেন্দ্রে বুথ ছিল ৭১০টি, পরে তা বাড়িয়ে ৮১০টি করা হয়। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়াতেই বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিএই/এইউ