images

শিক্ষা

ডাকসু নির্বাচন আজ, ভোটগ্রহণের জন্য প্রস্তুত কেন্দ্রগুলো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ এএম

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। শিক্ষার্থীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সৃষ্ট নানান বিতর্কের অবসান ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে।

এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের সব ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রয়েছে ভোটগ্রহণের জন্য। নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি।

ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে নিচতলার দুই পাশে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। কবি সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রে ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন।

কার্জন হলের পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা কেন্দ্রকে দুই ব্লক করে এক পাশে শহীদুল্লাহ হল, অন্য পাশে ফজলুল হক মুসলিম হলের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের দ্বিতীয় তলায় অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

শারীরীক শিক্ষা কেন্দ্রের প্রস্তুতি পূর্ণ সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রের ইনডোর গেমস রুমে জগন্নাথ হল, ইন্সট্রুমেন্ট রুমে শহীদ সার্জেন্ট জহুরুল হক এবং ইনডোর গেমস রুমের অপর পাশে সলিমুল্লাহ মুসলিম হলের কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উদয়ন স্কুল কেন্দ্রের ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ এবং ২০৫ নং কক্ষে মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

নীচতলার সেমিনার রুমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায় কবি জসীম উদ্দীন হল ও শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এই কেন্দ্রে তিনটি প্রবেশপথ রয়েছে।

সিনেট ভবন কেন্দ্রের বুথগুলোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে সেমিনার রুমে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফ্লোরে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ডাইনিং রুমে ভোট দেবেন হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দেবেন। মেয়েদের দুইটি হলের কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাবের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।  এবারের ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোট গণনা কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে।

একেবি