images

শিক্ষা

ভোটের আগের রাতে ভিন্ন চেহারায় ঢাবি ক্যাম্পাস!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থান দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য শাখার সদস্যরা আসতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) আশপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা। এ সময় পুলিশের বিশেষায়িত বাহিনী—সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা (ডিবি) ইউনিটের সদস্যদেরও দেখা যায়। টিএসসির পাশের ডাস চত্বরে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুমও দেখা যায়। সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে।

রাত ৮টা বাজতেই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন চিত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশমুখ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ সময় অনেককে প্রবেশমুখগুলোতে এসে ফিরে যেতে দেখা যায়। চেকপোস্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শুধু জরুরি যানবাহন (অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ও ফায়ার সার্ভিস) প্রবেশের অনুমতি পাচ্ছে।

trrgg

শিক্ষার্থীদের ভোটের আগের রাতে উল্লাস করতে দেখা যায়। শেষ মুহূর্তেও সবাই নিজেদের ভোট নিয়ে আলোচনা করছে, কাকে ভোট দেওয়া যায় তা নিয়ে হিসেব করছে। কারণ আর কয়েক ঘণ্টার মধ্যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট দিতে হবে। তাদের একটি ভোটও মূল্যবান, কারণ তারাই নির্বাচিত প্রার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। সব মিলিয়ে ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক ভিন্ন আমেজ বিরাজ করছে।

আইএসএস/একেবি