images

শিক্ষা

নারী শিক্ষার্থীদের সঙ্গে আলাদা করে খাতির করা হচ্ছে: ইমি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেছেন, বর্তমানে জগন্নাথ হল ও নারী শিক্ষার্থীদের আলাদা খাতির করা হচ্ছে। বকরি জবাই করার আগে যেমন মালা দিয়ে যত্ন করা হয়। কিছু কিছু ডানপন্থী রাজনৈতিক দল আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের ও নারী শিক্ষার্থীদের ঠিক সেভাবে ট্রিট করছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রজেকশন মিছিল শেষ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তাদের প্রতি আমরা আস্থা রাখতে পারতাম যদি বাকি সময়টাও তারা নারী অধিকার নিয়ে কথা বলতেন। যদি বাকি সময়টাও রাজাকারের ছবি টাঙানোর প্রতিবাদ করা নারীদের স্পর্শকাতর জায়গার ছবি জুম করে না তুলতো, তবে আমরা তাদের বিশ্বাস করতে পারতাম।

ইমি বলেন, আমরা রাজপথে পরীক্ষিত ও প্রমাণিত, আমাদের মতো করে কেউ আপনাদের জন্য লড়তে পারবে না।

প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী (এজিএস) জাবির আহমেদ জুবেল বলেন,  আমরা-প্রতিরোধ পর্ষদ বিগত শাসনামলে ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। একইভাবে যারা রাজাকার প্রতিস্থাপন করতে চায় তাদেরকে টেনে নামিয়েছি। এই বাংলাদেশে কোনো উগ্রপন্থীর জায়গা হবে না। 

আরও পড়ুন: হাসিনাকে আজীবন সদস্য চাওয়া ইমি ডাকসুতে বামজোটের ভিপি প্রার্থী!

তিনি বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ে একটা উগ্র ডানপন্থী শক্তির উত্থান তৈরি করার ষড়যন্ত্র করছে। সেই পক্ষের সাথে এই দেশের সরকার সহ দেশি-বিদেশি শক্তিও জড়িত। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে উগ্র ডানপন্থী শক্তির উত্থান কখনোই সম্ভব হবে না।

জুবেল বলেন, আমাদের সংগ্রাম এক ঐতিহাসিক বিন্দুতে মিলিত হয়েছে। এই বাংলাদেশে যেমন ফ্যাসিবাদের জায়গা হবে না, তেমন রাজাকারের কোনো জায়গা হবে না এবং কোনো উগ্রপন্থার ও  জায়গা হবে না। আমরা ভারতে রাম মন্দির হামলা হলে যেভাবে লড়াই করেছি, তেমনি ফিলিস্তিনে হত্যা হলেও আমরা লড়াই করেছি। তাই বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিনের লড়াই এর বন্ধুদের বিজয়ী করবে।

আইএসএস/এআর