images

শিক্ষা

ডাকসু নির্বাচনে সাইবার বুলিং: অনলাইন গ্রুপ বন্ধের দাবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য অতিদ্রুত ফেসবুক গ্রুপ ‘ঢাবি শিক্ষার্থী সংসদ’সহ বিভিন্ন অনলাইন গ্রুপের প্লাটফর্ম, যেখানে সাইবার বুলিং করা হয়— এমন গ্রুপ বন্ধের দাবি নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে ঢাবি শাখা ছাত্রদল। 
 
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এ দাবি জানান তারা।
 
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি গোষ্ঠী মুক্তমত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণা ও শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঢাবির নামে বিভিন্ন পেইজে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রার্থীদের নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সাইবার বুলিং এবং ভিন্ন মতকে এসব গ্রুপে যেভাবে উত্থাপন করা হচ্ছে এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। 
 
শিপন বলেন, আমরা নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। অতিদ্রুত সময়ের মধ্যে যদি এগুলো বন্ধ করা না হয় তবে, সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না। 
 
ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মায়েদ বলেন, মাঠের রাজনীতিতে পেরে না ওঠে অনেকে অনলাইন প্র্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মনে করি এই বিষয়টি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। 
 
মায়েদ বলেন, এসব গ্রুপের মডারেটের ক্যাম্পাসের স্টুডেন্ট হওয়া সত্বেও তারা শিক্ষকদের অসহযোগিতা করছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা অনলাইন, অফলাইনসহ যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য আসন্ন ডাকসু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাব।

আইএসএস/ক.ম