images

শিক্ষা

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মাহিন সরকার। একইসঙ্গে তিনি সমর্থন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বাকের মজুমদারকে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহিন ও বাকের। সেখানে মাহিন বলেন, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। তবে আমার সমর্থকদের বলছি, আবু বাকের মজুমদারের জয় মানেই মাহিন সরকারের জয়।

তিনি জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্র আন্দোলনের ঐক্যকে সামনে রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল, সেখানে ঐক্যে ফেরার জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় আবু বাকের মজুমদার মাহিনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোটা আন্দোলনের সময় মাহিন ভাইয়ের সঙ্গে আমার যাত্রা শুরু। হলপাড়ার সংগঠনে তার ভূমিকা ছিল অসাধারণ। আজকের এই সিদ্ধান্তে তিনি আবারও বড় মনের পরিচয় দিলেন। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পক্ষ থেকে মাহিন ভাইকে ধন্যবাদ জানাই।

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পরই এনসিপি থেকে বহিষ্কৃত হন মাহিন সরকার। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ার কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে মাহিনকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে মাহিন সরকারকে দলীয় পদ ও সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে কার্যকর করা হয় এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মাহিন সরকার দলের কোনো অনুমতি নেননি। এনসিপি মনে করে, এটি দলের সিদ্ধান্তের প্রতি অসম্মান।

এইউ