images

শিক্ষা

ডাকসু’র ভোট চাইতে এসে ধরা পড়া ছেলেটি ঢাকা কলেজের শিক্ষার্থী নন

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা চালাতে এসে ধরা পড়েন এক বহিরাগত যুবক। সে ধরা পড়েছে এজিএস পদের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির কাছে। ঘটনার সময় ওই যুবক নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক হিসেবে পরিচয় দেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) মহিউদ্দিন রনি তার ফেসবুক পেইজে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মনিরুজ্জামান নামে ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী নন। তিনি যে বিভাগের ছাত্র বলে দাবি করেছেন, সেখানে তার কোনো রেকর্ড নেই। আসলে তিনি জামালপুরের একটি কলেজে পড়াশোনা করেন। ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও তার আত্মীয়রা এই তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামানের ভাগ্নে রফিকুল ইসলাম বলেন, উনি এখন ঢাকায় কাজ করেন। পাশাপাশি জামালপুরের ইসলামপুর কলেজে ২য় বর্ষে পড়েন। তিনি ঢাকা কলেজের ছাত্র না।

তিনি আরও জানান, মনিরুজ্জামান ঢাকায় লিফলেট বিতরণের কাজ করেন এবং বর্তমানে আজিমপুরের রসুলবাগ শিশু পার্কের পাশে একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন।

অন্যদিকে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বলেছেন, মনিরুজ্জামানকে কেউ কোনোদিন কলেজে দেখেননি। এমনকি তার দাবি অনুযায়ী তিনি যে অ্যাকাউন্টিং বিভাগে পড়েন, সেই বিভাগেও তার নাম নেই।

ছাত্রদলের প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিব তার নিজের ফেসবুকে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আমার লিফলেট নিয়ে একজনকে প্রচার করতে দেখা যাচ্ছে, যেটি মহিউদ্দিন রনির প্রোফাইলে আপলোড করা ভিডিওতে দেখা যায়। আমি তাকে চিনতে পারিনি। আমার লিফলেট বিভিন্ন হলে আমার ছোট ভাইদের দিয়ে দিয়েছি। আমি ওদের সাথেও যোগাযোগ করেছি, কেউ বলেনি যে তাকে লিফলেট দিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করতে বলব। বহুদিন পর কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তা যেন সবসময় বজায় থাকে। আমরা সবাই মিলে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ব।’

উল্লেখ্য, আজ সকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্রদলের প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিবের পক্ষে এক বহিরাগত যুবক ঢাবি ক্যাম্পাসে লিফলেট বিতরণ করছেন।

এফএ/