images

শিক্ষা

বামদের মিছিলে অনুপস্থিত রিটকারী সেই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন শিক্ষার্থী বিএম ফাহমিদা আলম। তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) সেই রিটের পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় হাইকোর্ট। এরই প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেল ও সাধারণ শিক্ষার্থীরা।

হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে বিএম ফাহমিদার 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিন্তু এ সময় রিটকারী ফাহমিদাকেই মিছিলে দেখা যায়নি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক হাস্যরস্য।

আইএসএস/এআর