বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ‘বেশ কয়েকটি পক্ষ তাদের জনবিচ্ছিন্নতার কারণে কোনো অ্যাজেন্ডা না পেয়ে সবসময় ছাত্রশিবিরের ব্যাপারে সমালোচনা করে। তারা আওয়ামী ন্যারেটিভ নিয়ে পুরোনো অ্যাজেন্ডা নিয়ে এখানে নিজেদের ঠিকাদারি করছে।
রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফরহাদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, মানচিত্র ও সংস্কৃতি দেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নায় সেটিকে ঠিকাদারি করার জন্য। কোনো নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নায় মুজিববাদী বয়ানে তাদের মতো করে হাজির করার জন্য। বাংলাদেশের প্রত্যেক মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ওউন (নিজের) করে। ২৪ এর গণঅভ্যুত্থান সেই ৭১ এর সম্প্রসারিত রূপ। ৭১ এর মধ্যে দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি পেলেও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি পাই নি। গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সে মুক্তি পেয়েছিলাম।
তার বিরুদ্ধে রিট করার বিষয়ে ফরহাদ বলেন, । এ ধরনের রিট আরো আগে করতে পারতেন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা আমরা ইতিবাচক হিসেবে দেখছি। রিট কারীর দ্বিমতের বিষয়ে রেসপেক্ট জানাই। পাশাপাশি নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে তিনি বলেন, ক্লাস বন্ধ করার কোনো যৌক্তিকতা আমি ও দেখি না, শুধু পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিতে পারতো।
সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, আমাদের কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে পড়ছে। তাই তারা ক্রমাগত আমাদের প্যানেলের সকলের আইডিতে গিয়ে গালাগালি করছে। এমনকি নারী প্রার্থীদের নিয়মতি সাইবার বুলিং করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের ছবি বিকৃত করা হয়। আমরা নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতিত্বমূলক আচরণে আমরা আশঙ্কা প্রকাশ করছি। তারা যদি কারো আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের কাজ করে তবে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিবে।
আইএসএস/এআর