images

শিক্ষা

ডাকসু নির্বাচনে রাফিয়ার অভিনব প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিনব প্রচারণা ও সাবলীল বাচনভঙ্গির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন উম্মা উসওয়াতুন রাফিয়া (রাফিয়া খন্দকার)।

সম্প্রতি ডাকসুর প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাফিয়ার ব্যালট নম্বর ৩২। ব্যালটের এই নম্বরকে কাজে লাগিয়ে তিনি অভিনব প্রচারণায় নেমেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে ছবি, ব্যালট নম্বর ও পদের নামসহ একটি ফটোকার্ড শেয়ার করে ভোট চেয়েছেন রাফিয়া। ছবির চেয়ে ক্যাপশনটি বেশি নজর কাড়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ মন্দ হলেও ডাকসু সদস্যপদের ৩২ নম্বর ব্যালট কিন্তু একেবারেই উল্টো। সুতরাং ৯ তারিখ সারাদিন ৩২-এ ভোট দিন!

এই পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮,২০০ এর বেশি ফেসবুক ব্যবহারকারী রিয়্যাক্ট দিয়েছেন এবং ৩৩৮ জন শেয়ার করেছেন।

জানা গেছে, রাফিয়া আগে থেকেই বই লেখেন এবং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিচিতি ছিল। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে মাঠের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ঢাবির আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী আসন্ন ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৯ আগস্ট তিনি ডাকসুতে প্রার্থিতা ঘোষণা করেন এবং একই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র তোলার সময় গণমাধ্যমে সাবলীলভাবে নিজের মনের কথা ও ডাকসু নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন।

সেদিন সাংবাদিকরা নির্বাচনে হার-জিত নিয়ে প্রশ্ন করলে রাফিয়া কবির ভাষায় বলেছিলেন, ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু/ কম করে মোরে দাওনি; যা দিয়েছো, তারি অযোগ্য ভাবিয়া/ কেড়েও তা কিছু নাওনি।’

কবিতার এই অংশ বলার পর রাফিয়া বলেন, ‘রাজনীতিকে যদি আমরা সমাস করি, তাহলে রাজনীতিটা হলো রাজার নীতি। সেই রাজনীতিটাকে রাজার নীতি থেকে গণমানুষের নীতিতে নামিয়ে আনতে চাইছি আমি। এখানে আমার হারার কিছু নেই। হয় আমি জিতবো, না হয় আমার একটি অভিজ্ঞতা হবে।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের বাকি মাত্র ১০ দিন। ক্যাম্পাসে এখন ভোটের আমেজ বিরাজ করছে।

এসএইচ/এআর