images

শিক্ষা / জাতীয়

রুমমেটকে হত্যাচেষ্টা: ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

রুমমেটকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেছে ঢাবি প্রশাসন। 

সেই মামলায় গ্রেফতার দেখিয়ে জালালকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, জালাল আহমদ ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. রবিউল হকের সঙ্গে থাকতেন। সিনিয়র হওয়ার কারণে জালাল দীর্ঘদিন ধরে রবিউলকে হয়রানি করতেন এবং পড়াশোনা ও ঘুমে বিঘ্ন ঘটাতেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুমে প্রবেশ করে জালাল চেয়ার টেনে বিকট শব্দ সৃষ্টি করেন। শব্দ কমাতে বলায় ক্ষিপ্ত হয়ে তিনি কাঠের চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। হাত দিয়ে প্রতিহত করলেও রবিউলের কপালে জখম হয়। এরপর পুরনো টিউবলাইট দিয়ে বুক লক্ষ্য করে আঘাত করলে বুক ও হাতে কেটে রক্তাক্ত জখম হয়।

রবিউলের চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা রবিউলকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মুর্তজা মেডিকেল সেন্টারে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আসাদুল ইসলাম বলেন, ‘আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেছে। মামলাটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দিলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।’

এসআই জানান, গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে জালাল সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এএইচ/এএইচ