images

শিক্ষা

ডাকসুর নির্বাচনী ফেস্টুন তুলে নিয়েছে ঢাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে শিবির সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'সহ বিশ্ববিদ্যালয়ের সব প্রার্থীর ব্যানার-ফেস্টুন তুলে নিয়েছে ঢাবি প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় এ কার্যক্রম চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিম।

এসময় উমামা ফাতেমার 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আল সাদী ভূঁইয়া ও অন্যান্য প্রার্থীর ব্যানার-ফেস্টুন প্রক্টরিয়াল টিমের গাড়িতে তুলতে দেখা যায়।

DU2

নির্বাচনী আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী— নির্বাচনী প্রচারণার জন্য কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।

এর আগে প্রার্থীদের ব্যানার ফেস্টুন সরানোর জন্য আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেয় নির্বাচন কমিশন। তার আগেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়।

আইএসএস/জেবি