images

শিক্ষা

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, ডাকসুতে প্রাথমিক নির্বাচনে ৫০৯টি মনোনয়নের মধ্যে প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছেন ৪৬২ জন প্রার্থী। ত্রুটিপূর্ণ মনোনয়ন আছে ৪৭টি।

বিভিন্ন পদে মনোনয়নের পরিসংখ্যান হলো-

সহসভাপতি (ভিপি) পদে ছাত্র ৪৩ জন ও ছাত্রী পাঁচজন, মোট ৪৮ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ১৮ জন ও ছাত্রী একজন, মোট ১৯ জন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র ২৪ জন ও ছাত্রী চারজন, মোট ২৮ জন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ছাত্র ১৪ জন ও ছাত্রী একজন, মোট ১৫ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০ জন ও ছাত্রী একজন, মোট ১১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র সাতজন ও ছাত্রী দুজন, মোট ৯ জন। সমাজসেবা সম্পাদক পদে ছাত্র ১৩ জন। 

thumbnail_11108
ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র আটজন ও ছাত্রী তিনজন, মোট ১১ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২ জন ও ছাত্রী তিনজন, মোট ১৫ জন। ছাত্র পরিবহন সম্পাদক পদে ছাত্র ৯ জন। ক্রিয়া সম্পাদক পদে ছাত্র ১২ জন ও ছাত্রী একজন, মোট ১৩ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র সাতজন ও ছাত্রী চারজন, মোট ১১ জন। 

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র দুজন ও ছাত্রী ৯ জন, মোট ১১ জন। আন্তর্জাতিক সম্পাদক ছাত্র ১৫ জন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্র ১৭ জন ও ছাত্রী দুজন, মোট ১৯ জন এবং সদস্য পদে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন, মোট ২১৫ জন।

মোট ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী, মোট ৪৬২ জন ছাত্রছাত্রী ডাকসু নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৮টি হল সংসদের পরিসংখ্যান উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী বলেন- কবি সুফিয়া কামাল হলে বৈধ প্রার্থী ৪০ জন, বেগম রোকেয়া হলে ৪৫ জন, কুয়েত-মৈত্রী হলে ৩১ জন, শামসুন্নাহার হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, জগন্নাথ হলে ৫৯ জন, ফজলুল হক মুসলিম হল ৬৪ জন, সলিমুল্লাহ মুসলিম হল ৬২ জন, ড. মো: শহীদুল্লাহ হল ৭০ জন, জিয়াউর রহমান হল ৭৮ জন, জহুরুল হক হল ৮১ জন, বিজয় একাত্তর হল ৭৭ জন, কবি জসিমউদ্দিন হল ৬৯ জন, এ এফ রহমান হল ৬৭ জন, হাজী মুহাম্মদ মুহসীন হল ৬৫ জন, শেখ মুজিবুর রহমান হল ৬৮ জন, সূর্যসেন হল ৭৯ জন ও অমর একুশে হল ৮১জন, মোট ১১০৮ জন প্রার্থী  প্রাথমিক মনোনয়নে উত্তীর্ণ হয়েছে। প্রার্থীর স্বাক্ষর ও ফোন নম্বর না থাকায় ফজলুল হক হলের একটি মনোনয়ন বাতিল হয়েছে।

ডাকসু নির্বাচন ঘিরে আগামী ২৫ আগস্ট পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। পাশাপাশি যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে বলা হয়েছে।

আইএসএস/এএইচ