বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ০৭:৪৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
সোমবার (১১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ducsu.du.ac.bd ওয়েবসাইটে নিজেদের নাম যাচাই করতে পারবে।
খসড়া ভোটার তালিকার আপত্তিসমূহ নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর অনুমোদনক্রমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে শতকরা ৪৭.৫২% অর্থাৎ ১৮ হাজার ৯০২ জন নারী শিক্ষার্থী এবং ৫২.৪৮% অর্থাৎ ২০ হাজার ৮৭৩ জন পুরুষ শিক্ষার্থী।
ওয়েবসাইটে ১৮টি হলের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ভোটার রয়েছে রোকেয়া হলে। রোকেয়া হলে ভোটার সংখ্যা ৫ হাজার ৪৩২ জন। বিপরীতে সবচেয়ে কম এবং সমপরিমান ভোটার রয়েছে দুটি হলে। হল দুটি হলো সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল। হর দু’টির ভোটার সংখ্যা ৫৪০ জন করে।
বাকি হলগুলোতে ভোটার সংখ্যা যথাক্রমে- ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১৯৫৬ জন, ফজলুল হক মুসলিম হলে ২১৯১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৮৯০ জন, সূর্যসেন হলে ১৪৫৪ জন, হাজী মুহম্মদ মুহসীন হল ১৩৬০ জন, শামসুন নাহার হলে ৪০২২ জন, কবি জসীম উদ্দীন হলে ১২৬৫ জন, স্যার এ এফ রহমান হলে ১৪৪৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১৫১১ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৫৬৫ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২০৬৫ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৫৮০ জন, অমর একুশে হলে ১২৮০ জন, কবি সুফিয়া কামাল হলে ৪৩৮১ জন ও বিজয় একাত্তর হলে ১৯৬৩ জন।
প্রতিনিধি/ এফএ