images

শিক্ষা

এসএসসি উত্তীর্ণ ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৫, ১১:৩৯ এএম

২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার। এজন্য ১৪ আগস্টের মধ্যে নির্ধারিত নমুনা ছক অনুযায়ী ই–মেইলে (dd_plan_pbm@yahoo.com) এবং হার্ড কপিতে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে যেসব তথ্য দিতে হবে, তার নমুনা ছক দেওয়া হয়েছে। ছক অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহকারী মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, মোট নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ ৫ ছাড়া শিক্ষার্থী সংখ্যার তথ্য পাঠাতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছর এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। এই পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়ে থাকে।

এএসএল/এফএ