নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।
গত সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে শর্ত সাপেক্ষে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন অধ্যাপক রুহুল আমিন। এছাড়া নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ভাইস চ্যান্সেলর পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন।
এতে আরও জানানো হয়, অধ্যাপক রুহুল আমিন বিধি অনুযায়ী ভিসি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে ভিসি হিসেবে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এসএইচ/এফএ