ঢাকা মেইল ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১১:২০ এএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে একাডেমিক ভবন-১-এর সভা কক্ষে জুলাই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জুলাই আন্দোলনের সূত্রপাত ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শুরু হলেও ছাত্র-জনতা সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, অমানবিক নির্যাতন সহ্যের মাধ্যমে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভা.) ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক (ভা.) আবদুল গফুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এম আখতারুজ্জামান অপু ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের ছাত্র আবদুল সাত্তার।
জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন।
/এএস