নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওইদিন রাতে (২১ জুলাই) মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে কথা হচ্ছিল।’
তিনি বলেণ, ‘আমরা (উপদেষ্টা পরিষদের সদস্যরা) সে বিষয়ে কথা বলে অনেক রাতে বাসায় ফিরছিলাম। তখনই পরীক্ষার বিষয়টা সামনে এলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হউক আবার অনেকে জানতে চাচ্ছিলেন পরীক্ষা হবে কিনা এবং সেই প্রক্রিয়ায় কয়েকজন উপদেষ্টার সাথেও আমাদের কথা হয়।’
তার দাবি, ‘এ ধরনের একটা বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এককভাবে সিদ্ধান্ত নেয়াওর অধিকারও কারও নেই।’
তিনি বলেন, ‘এভাবে একটি পরীক্ষা নিতে হলে যেমন একটি রোল আপ করতে হয়, তেমনি পরীক্ষা পেছাতে হলেও রোল ডাউন করতে হয়। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু সারাদেশে পৌঁছানোর একটা বিষয় ছিল এবং এ বিষয়ে মাঠপর্যায়ের প্রশাসনকেও জানাতে হয় প্রশ্নপত্র ফিরিয়ে আনা ইত্যাদি।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সব বিষয় ভেবে-চিন্তে আমাদেরকে হয়তো পরীক্ষা স্থগিত করতে একটু সময় নিতে হয়েছে। তাও সেটা আমি মনে করি যথা সময়েই হয়েছে।’
তিনি বলেন, ‘অনেকে বলেন, পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তটা মনে হয় অনেক আগেই নেওয়া যেত, এ ধারণাটা ঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা পেছানো হয়েছে। অনেকে বলেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য, সেটাও আমাদের বিবেচনায় নিতে হয়েছিল।’
এএইচ