images

শিক্ষা

তৃতীয় শ্রেণির আফিয়াকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিয়া উম্মে মরিয়ম নিখোঁজ রয়েছে। সে প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির ছাত্রী। দুর্ঘটনার পর থেকেই শিশুটি নিখোঁজ বলে জানিয়েছেন আফিয়ার বড় ভাইয়ের বন্ধু আলভী।

আফিয়ার খোঁজ নিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছিলেন টঙ্গী নিবাসী আলভী। এখানেও আফিয়ার খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

আলভী বলেন, বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ আফিয়া। তার পরিবার তাকে খুঁজতে উত্তরাসহ সব হাসপাতালে গেলেও আফিয়াকে পায়নি। কোনো হাসপাতালের ভর্তির তালিকায় শিশুটি নেই।

School

তিনি বলেন, যেহেতু কোনো হাসপাতালে তাকে পাওয়া যায়নি, সেহেতু তার পরিবারের ধারণা আফিয়া এখনো ধ্বংসাবশেষের মধ্যে আছে। তার পরিবার এখনো আশা ছাড়েনি। 

আলভী আরও বলেন, ইতোমধ্যে আফিয়ার খোঁজ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে। কেউ তার খোঁজ জানলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এসএইচ/এমআইকে/জেবি