images

শিক্ষা

মাদরাসাপ্রধানদের যে নির্দেশনা দিলো বোর্ড

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তির জন্য আসন সংখ্যা বাড়াতে চায় মাদরাসা শিক্ষা বোর্ড। এজন্য সংশ্লিষ্ট সব মাদরাসা প্রধানদের কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন চাওয়া হয়েছে।

বোর্ড বলছে, যেসব মাদরাসা আলিম শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বাড়াতে চায় এবং সেই সক্ষমতা ও অনুমতি রয়েছে—তাদেরকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করে মাদরাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন সংখ্যা বৃদ্ধির জন্য আবেদনকারী মাদরাসাগুলোকে কিছু প্রমাণপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—আলিম শ্রেণিতে পাঠদানের অনুমতিপত্র, স্বীকৃতিপত্র, বর্তমান আসনসংখ্যা এবং যদি বিজ্ঞান বিভাগ থাকে তবে তার অনুমতিপত্র।

সব প্রমাণপত্রসহ সভাপতির স্বাক্ষর করা ফাইল ২৫ জুলাইয়ের মধ্যে বোর্ডের নির্ধারিত ইমেইলে (drcommon@bmeb.gov.bd) অথবা সরাসরি রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব মাদরাসায় বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে শিক্ষার্থী ভর্তি করাতে পারেনি—তাদের ক্ষেত্রেও আবেদন করার সুযোগ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে প্রয়োজনীয় তথ্য একইভাবে ইমেইলে অথবা রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, সময়মতো ও যথাযথভাবে আবেদন করলে পরবর্তী শিক্ষাবর্ষে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে বিবেচনা করা হবে। এ বিষয়ে আরও তথ্য পেতে মাদরাসা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এএসএল/এইউ