images

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৩ হাজার পদ শূন্য থাকার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে এক লাখের বেশি শূন্য পদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৫৭ হাজারের কিছু বেশি আবেদন জমা পড়েছে। ফলে প্রায় অর্ধেক পদই শূন্য থেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৩ জুলাই) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএসর তথ্যমতে, গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে এক লাখ ৮২২টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। গত ২২ জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন

শিক্ষক নিবন্ধন: ৩৫ ঊর্ধ্ব ৬৫ জনকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ

৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আবেদনের সময় শেষ হয়েছে গত ১০ জুলাই। তবে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এ পর্যন্ত ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন ৫৭ হাজার ৩৯১ জন। শেষ পর্যন্ত সেই সংখ্যা হয়তো প্রায় ৫৮ হাজারে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, যদি সব প্রার্থীর আবেদন বৈধও হয়, তবু প্রায় ৪৩ হাজার শিক্ষক পদ শূন্য থেকে যাবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না। ফলে সেসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।

এএসএল/জেবি