নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম
মেঘলা আকাশে আলো-আঁধারির খেলা চলছে। কিন্তু রাজধানীর বেইলি রোডের সেই চিরচেনা দেয়ালঘেরা চত্বরে দুপুরের পরপরই এক অন্যরকম স্পন্দন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ—যেখানে প্রতিটি ইট যেন হাজারো কিশোরীর স্বপ্নের ছবি আঁকে। সেই স্বপ্নের পথে ভালো ফলাফলের গল্প নিয়ে আনন্দের জোয়ার ভাসছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ফল প্রকাশের পরপরই ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে দেখা গেছে উৎসবের আমেজ।
দুপুর ঠিক ২টায় ফল প্রকাশ ঘোষণার পরেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কেউ মোবাইলের পর্দায় তাকিয়ে বিস্ময়ে নিশ্চল, কেউ বাবা-মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে—আনন্দের কান্না।
জান্নাতুল রায়সা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, পেয়েছে GPA-5। ভেজা চোখে বললেন, আমি অনেক খুশি। আমার শ্রম সফল হয়েছে।
ফাতেমা নাসনিম সারা। সেও পেয়েছে GPA-5। ফল প্রকাশের পরপরই তার মা চিৎকার দিয়ে কেঁদে ওঠেন।
সারা বলেন, পরীক্ষার আগের দিন আমার নানু মারা যায়। নানুর লাশটা দেখতে পাইনি। পরীক্ষায় বসতে হয়েছে। এ কারণে আম্মু আবেগ আপ্লুত হয়ে পড়েছে।
এমআই/এএস