images

শিক্ষা

অসচ্ছল নবীনদের জন্য স্বেচ্ছায় ছাত্রাবাস ছাড়লেন ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

অসচ্ছল নবীন শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসের সিট ছেড়ে দিয়ে ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী। তারা হলেন—পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও শাহেদুজ্জামান। দুজনেই দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের উত্তর ও দক্ষিণায়ন ছাত্রাবাসে অবস্থান করছিলেন।

নতুন শিক্ষাবর্ষে অনেক নবীন শিক্ষার্থী ছাত্রাবাসে সিটের জন্য আবেদন করেও সুবিধা পাচ্ছিলেন না। বিষয়টি সামনে আসতেই, নিজেদের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আরিফুল ও শাহেদ।

শাহেদুজ্জামান বলেন, আমার ডিপার্টমেন্টের অনেক জুনিয়র দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কথা বলছিলেন। কেউ কেউ পারিবারিক সমস্যার কথাও জানিয়েছেন। কিন্তু আমি তাদের তেমন কিছুই করতে পারছিলাম না। তাই সিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন তারা অন্তত মাথা গোঁজার জায়গা পায়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমি নিজেও দেখেছি, আমার চেয়েও বেশি অসচ্ছল কিছু জুনিয়র ভাই আছে। তাদের দুঃসহ অবস্থা ভেবে আমি আমার বরাদ্দ পাওয়া সিট ছেড়ে দিয়েছি।

তিনি আরও বলেন, যাদের বাইরে থাকার সামর্থ্য আছে, তারা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। আমি আমার বড় ভাইদের অনুরোধ করব, আপনারাও যেন মানবিকতার এই উদাহরণ স্থাপন করেন।

এসএইচ/এইউ