বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এ নিয়ে ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও এখনো রাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন।
এরই মধ্যে, বুধবার (১৮ জুন) দুপুরে রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে এক বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। তিনি জানান, ‘রাকসু নির্বাচন কমিশন আশা করছে আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই সুখবর দিতে পারবো।’
ডাকসু এবং জাকসু নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা হলেও, রাকসু নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়মিতভাবেই বৈঠক করছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসরণ নয়; বরং আমাদের অভিজ্ঞতাই যেন তারা ভবিষ্যতে অনুসরণ করে—এমন আত্মবিশ্বাস নিয়ে আমাদের কমিশন কাজ করছে।’
অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ আরও জানান, ‘নির্বাচনের আগে যেসব প্রস্তুতি প্রয়োজন, সেগুলো আমরা ঈদের আগেই শুরু করেছি। অংশীজনদের সঙ্গে বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে; প্রভোস্টদের সঙ্গেও আলোচনা শেষ হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকারী গ্রুপসহ ছাত্রদের সঙ্গে আমরা বসবো।’
প্রতিনিধি/একেবি