images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পর

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৫, ০৫:০৪ পিএম

দীর্ঘ আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটি থাকায় সে পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ছুটির পরই ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার্থীর সংখ্যা বেশি। আবার ঈদের ছুটির আগের হাতে সময়ও কম। সেজন্য ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। ঈদের ছুটির পর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে। ১ জুন থেকে থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখের বেশি। সবকিছু বিবেচনায় নিয়ে ঈদের পরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। 

আট বছর পর তাতে আবারও পরিবর্তন আনা হয়েছে। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

 এএসএল/এএইচ