images

শিক্ষা

রাজধানীতে ৫ প্রাথমিক বিদ্যালয়ে বহুতল নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীতে আরও পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১ জুন) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ঢাকায় উত্তরাস্থ আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ভবনগুলো উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত ভবনগুলো হলো- উত্তরাস্থ আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মিরপুর এক নম্বর সেকশনস্থ ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মিরপুর ১২ নম্বর সেকশনস্থ খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, উত্তরাস্থ দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং গেন্ডারিয়াস্থ ধুপখোলা মাঠ সংলগ্ন কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

এই পাঁচটি ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ আট হাজার টাকা। এর মধ্যে ছয়তলা ভিতবিশিষ্ট চারটি চারতলা ভবন এবং একটি তিনতলা ভবন রয়েছে। 

এসব ভবনে শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষ মিলে ৭৫টি কক্ষ এবং ৮৯টি ওয়াস ব্লক রয়েছে। বিদ্যালয়গুলোর নতুন ভবনে মোট ২ হাজার ৬৯৬ জন ছাত্রছাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।

এএসএল/এএইচ