বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ মে ২০২৫, ০৩:১৫ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন। ২০২২ সালে তিনি অবসর গ্রহণ করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে আটক করেন শিক্ষার্থীরা। পরে সূত্রাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেন। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।
হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় আনোয়ারা বেগমকে আজ ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানায় সূত্রাপুর থানার পুলিশ।
মামলার বাদী শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘এদের মত দলকানা শিক্ষকদের জন্য স্বৈরাচারী আমলে শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে। ওনি বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কাজ করে তারা রাজাকার। আর যেহেতু ছাত্রদল-শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে, তাই এরা রাজাকার, এদের গুলি করে মারা উচিৎ। ওনি পিএসসি এর সদস্য থাকা অবস্থায় ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য উত্তীর্ণ করত না। উনার মতো আওয়ামী দোসরের সঠিক বিচার দাবি করছি। কারণ উনারা ছাত্রলীগের মাফিয়াদের পুলিশ প্রশাসনে নিযুক্ত করেছে এবং ক্যাম্পাসের ছাত্রলীগকে টাকা দিয়ে ছাত্রদল সহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন করিয়েছে। জুলাই আন্দোলনেও শুনেছি ওনি ছাত্রলীগকে অনেক টাকা দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি করতে।’