বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ মে ২০২৫, ০৮:৪১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ ঈদুল আজহার পরপরই ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেইল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও চাকসু নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, ‘চাকসুর গঠনতন্ত্র প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দুবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তাদের প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে। আগামীকাল (২৬ মে) ফিডব্যাক দেওয়ার শেষ দিন। তারা ফিডব্যাক দিক বা না দিক, আমরা চূড়ান্ত প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেব। ঈদের পরপরই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে গঠনতন্ত্র চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’
ড. কামাল উদ্দিন আরও জানান, নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭১, ১৯৭৩ ও ১৯৮০ সালে আরও তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ও পঞ্চম নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে।
১৯৯০ সালে ছাত্রঐক্য পরিষদের নেতা ফারুকুজ্জামান হত্যাকাণ্ডের পর চাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। সেই থেকে গত তিন দশক ধরে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ বন্ধ রয়েছে, যা একসময় সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত ছিল।
প্রতিনিধি/একেবি