images

শিক্ষা

অবসর সুবিধা বোর্ডে আবেদনের সার্ভার বন্ধ, শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৫, ১২:৩৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার কারিগরি ত্রুটির কারণে বন্ধ রাখা হয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে শিগগির সার্ভারটির কারিগরি ত্রুটি সমাধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্সের কাজ চলছে। স্বল্প সময়ের জন্য সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বোর্ডের কর্মকর্তারা জানান, ত্রুটি মেরামতের কাজ চলমান। অবসরপ্রাপ্ত শিক্ষকরা এজন্য আবেদন করতে পারছেন না। অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। সার্ভার ঠিক হওয়ার পরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আবার আবেদন করতে পারবেন।

এএসএল/জেবি