নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৫, ০৭:০৩ পিএম
এবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) এই নোটিশ শিক্ষার্থীদের হাতে পৌঁছালে তারা ক্ষোভ প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার এই নোটিশ ইস্যু করা হয়।
নোটিশ পাওয়া শিক্ষার্থীরা বলছেন, এই ধরনের নোটিশ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের হেনস্তা করার চেষ্টা করছে। কর্তৃপক্ষের এ ধরনের কর্মকাণ্ডে আবারও প্রকাশ পায় তারা অনিয়মের সঙ্গে যুক্ত।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি তাদের কোনো নজর নেই, উল্টো আন্দোলনে যুক্ত কিছু শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
ইউআইইউ’র পাঠানো নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে, ২৬ এপ্রিল রাত থেকে ২৭ এপ্রিল সকাল পর্যন্ত উপাচার্যসহ শিক্ষকদের অফিসে আটকে রেখেছিল ছাত্ররা এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদেরকে বাড়িতে যেতে দেয়নি, আপনি সেসব ছাত্রদের মধ্যে একজন। আপনার এহেন কার্যকলাপ ইউআইইউ’র শৃঙ্খলাবিধির লঙ্ঘন।
এমন পরিস্থিতিতে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি লঙ্ঘনের জন্য কেনো আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এই নোটিশ জারির তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলের মাধ্যমে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো। আপনার জবাব বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিষয়ক কমিটির কাছে যথাযথ সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।
নির্ধারিত তিন কার্যদিবসের মধ্যে কোনো জবাব না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিষয়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে শিক্ষার্থীদের ২৬ মে’র মধ্যে স্বেচ্ছায় ভর্তি বাতিলের আবেদন করার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা এই সময়ের মধ্যে আবেদন করবেন তারা বর্তমান সেমিস্টারের টিউশন ফি সম্পূর্ণ ফেরত পাবেন। শিক্ষার্থীদের কাছে এই সিদ্ধান্তের চিঠি পৌঁছালে তীব্র প্রতিক্রিয়া জানান তারা।
শিক্ষার্থীরা জানান, এটি শিক্ষার্থীদের ওপর একটি বর্বর চপেটাঘাত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে শান্তিপূর্ণভাবে যুক্ত, সেখানে বোর্ডের দায়িত্ব ছিল আলোচনায় বসা, সমাধানের পথ খোঁজা। কিন্তু তার পরিবর্তে কী করলো তারা? আমরা জোর দাবি জানাচ্ছি— বোর্ড অব ট্রাস্টিজের হুমকিস্বরূপ চিঠি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এএসএল/এফএ