images

শিক্ষা

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত হলে জবিয়ানদের সিট পেতে বিজ্ঞপ্তি 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ মে ২০২৫, ১০:৩৮ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে শিক্ষার্থীদের হলে সিট পেতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী‘ প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ (পাঁচশত) জন ছাত্রের আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ, প্রথম বর্ষ) আগ্রহী ছাত্রদের আগামী ২৭ তারিখের মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উল্লেখিত লিংকগুলোতে আবেদন করতে পারবেন।

গুগল লিংক: https://forms.gle/bX9ZM1nUaTVpKs8W7 এবং সরাসরি আবেদন ফরমের লিংক: https://drive.google.com/file/d/1pbTdiSUMEOEaHSEYky2DeeMrpTX079Vs/view?usp=drivesdk।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার পোর্ট কনটেইনার রোডে ১০ তলা বিশিষ্ট একটি ভবন অস্থায়ী আবাসন হিসেবে বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আস-সুন্নাহ ফাউন্ডেশন এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। 

চুক্তি অনুযায়ী, কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রজেক্ট এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করবে উল্লেখ করা হয়। বর্তমানে ১০০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করা হবে। 

চুক্তিপত্রে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে। যেখানে থাকবে ১০০ কম্পিউটার বিশিষ্ট ল্যাব। এ ল্যাবে শিক্ষার্থীরা তাদের সফট স্কিল উন্নত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ওপর বিশেষ জোর দেওয়া হবে। 

শিক্ষার্থীদের আবাসিক ভবন থেকে একাডেমিক ভবনে পরিবহনের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এএইচ