মো. আব্দুস সবুর (লোটাস)
১৫ মে ২০২৫, ০৩:২৯ পিএম
‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জগন্নাথের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’- এমন সব স্লোগানে দাবি জানাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের এসব স্লোগান দিতে শোনা যায়।
শিক্ষার্থীদের এ আন্দোলনে কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখ মোড়ে পুলিশের ব্যারিকেট ও অবস্থান দেখা গেছে। সতর্কাবস্থায় রয়েছেন তারা।
আরও পড়ুন: টানা ৮ ঘণ্টা রাজপথে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, নেই সরকারি সাড়া
শিক্ষার্থী জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে৷ পুলিশের নির্যাতন ও বৃষ্টির মধ্যেও দাবি আদায়ে আর পিছু ফেরার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে লিখিত কোনো আশ্বাস পেলেই ক্যাম্পাসে ফিরতে চান তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের ছোট ছোট গ্রুপ নিজেদের দাবি আদায়ের ব্যাপারে স্লোগান দিচ্ছেন। দুপুরের দিকে আসা বৃষ্টি দমাতে পারেনি তাদের। আশেপাশে অনেকে ছাতা হাতে, আবার অনেকে ভিজেই স্লোগানে কণ্ঠ মেলান। এছাড়া আশেপাশে আরও শতাধিক শিক্ষার্থী ছোট ছোট গ্রুপে অবস্থান নিয়ে আছেন।
স্লোগানে উত্তাল কাকরাইল মোড়
‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হামলা করে আন্দোলন, দমানো যাবে না’, ‘টিয়ারসেল মেরে আন্দোলন, দমানো যাবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন কবিতা পাঠ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা৷
আরও পড়ুন: ২৫ বাসে কাকরাইল মোড়ে জবির শিক্ষক-শিক্ষার্থী, আসছেন সাবেকরাও
শিক্ষার্থীদের সাফ কথা, দাবি আদায়ে কোনো মৌখিক আশ্বাস তারা মেনে নেবেন না। তাদের দাবি, ‘আমাদের ভাইবোনদের যেসব পুলিশ মেরেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি অবস্থান
কাকরাইল মোড়েই শিক্ষার্থীরা দাবি আদায়ের ব্যাপারে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, পুলিশ সদস্যরা যাতে আন্দোলনের মধ্যে না আসতে পারে, সেদিক সতর্ক থাকতে হবে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের সদস্যদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
আরও পড়ুন: কাকরাইল মোড়ে শুয়ে-বসে জবি শিক্ষার্থীরা, লিখিত আশ্বাস ছাড়া ফিরবেন না
যে তিন দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
এএসএল/এএইচ