জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ মে ২০২৫, ১০:২৩ পিএম
শিক্ষার্থীদের টানা আন্দোলনের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন রাত সাড়ে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ভুত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে।
বিইউ/এএইচ