বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৬ মে ২০২৫, ০৬:৪১ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বরাদ্দে ধারাবাহিক বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) দুপুরে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ রফিক ভবনের নিচে সমাবেশে মিলিত হন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘প্রহসনের বাজেট মানি না, মানব না’, ‘বৈষম্যের গদিতে আগুন জ্বালাও’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বছর ইউজিসির বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়গুলোকে মোটা অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চরম অবহেলার শিকার হচ্ছে।
তারা বলেন, এই বৈষম্য অবিলম্বে বন্ধ করতে হবে এবং জবির জন্য উপযুক্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
যে চারটি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা
১. দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী দুটি হলের নির্মাণ কাজ শুরু করা।
২. শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন সুবিধা বরাদ্দ করা।
৩. জকসুর রোডম্যাপ ঘোষণা এবং
৪. দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পরপর জানানো।
২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, ‘আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই সাহসি ভূমিকা রেখেছে। গুলির মুখেও আমরা পিছু হটিনি। অথচ ৫ আগস্টের পর দেখা গেছে, বাজেট বরাদ্দ পেয়েছে ঢাবি, চবি ও অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়। আমরা কি মানুষ না? তারা এসি রুমে বসে আয়েশ করবে, আর জবি শিক্ষার্থীরা মেসে না খেয়ে থাকবে! আমরা তো চাকরি চাইনি, এসিও চাইনি। আমরা আমাদের যোগ্যতা দিয়েই জীবন গড়ব। কিন্তু আমাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিন। আমাদের আর ঠকাবেন না। পাগলদের ক্ষ্যাপাবেন না। কারণ, পাগল সামলানো আপনাদের সাধ্যের বাইরে।’
২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলার শিকার হয়ে আসছে। শুধু একটি নামধারী বিশ্ববিদ্যালয় দাঁড় করানো হয়েছে। সুবিধা নেই বললেই চলে। পূর্ববর্তী সরকার হোক বা ইউজিসি, কেউ আমাদের নিয়ে ভাবেনি। আমরা রক্ত দিয়ে এই সরকার গড়েছি, কিন্তু তারা কি সেই পুরনো পথেই হাঁটছে? ঢাবির জন্য বরাদ্দ ৩০০–৪০০ কোটি, আর জবির জন্য নামমাত্র বাজেট! আমরা আর বসে থাকব না। প্রয়োজনে ইউজিসি ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।’
উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। বাজেটের যে বৈষম্য তা কোনো ভাবেই মানা যায় না। আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আগামীকাল (বুধবার) সকাল ৯টায় ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি।’
এএইচ