images

শিক্ষা

৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করবে এনএসডিএ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও দেশের চারটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্বল্পমেয়াদি ও পেশাদার কোর্স, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা প্রশিক্ষণ এবং দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা পর্যালোচনা, সেক্টরভিত্তিক মানবসম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ এবং সে অনুযায়ী দক্ষতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। এনএসডিএ এবং বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সংক্রান্ত প্রশিক্ষণ, মূল্যায়ন ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষার ৭০% নিয়ন্ত্রণ করে। তাই বেকার জনগোষ্ঠীর একটা বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্বও এই বিশ্ববিদ্যালয়ের। দক্ষ মানবসম্পদ হওয়ায় প্রতিবেশি দেশসমূহসহ বিভিন্ন দেশের গ্রাজুয়েটরা উচ্চ বেতনে বিশ্বের চাকরির বাজারে সম্মান নিয়ে কাজ করে। কিন্তু দক্ষতার অভাবে আমাদের দেশের গ্রাজুয়েটরা স্বল্প বেতনে বাইরে কাজ করে। এই চিত্র পরিবর্তনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিইউ/এএসএল/এফএ