নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৫, ০১:১৮ পিএম
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ থেকে ১৬ মের মধ্যে মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের তাঁদের পছন্দের বিষয় (সাবজেক্ট চয়েজ) পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের তাঁদের আগ্রহের ভিত্তিতে বিভিন্ন বিভাগ নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) পরিচালিত বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।
ফলাফল দেখতে https://admission.iutoic-dhaka.edu/notice/merit-list-bsc-bba-2025 এই ওয়েবসাইট ভিজিট করুন।
আসন কত?
বিশ্ববিদ্যালয়টির বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), আসন ১২০; বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), আসন ৬০; বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ১৮০; বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আসন ১২০; বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ), আসন ৬০; বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), আসন ১২০; বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ-টিএম), আসন ৬০ ও ব্যাচেলর অব সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন (বিএসসিটিই), ৩০টি আসন রয়েছে।
এএসএল