images

শিক্ষা

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৫ মে

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু আগামী ৫ মে। আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারী শিক্ষার্থীরা।

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রথম দিন ৫ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এরপরে ৬ মে ‘বি’ ইউনিট, ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন কত

এবার এক হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

এবার ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এএসএল/এমএইচটি