images

শিক্ষা / সাক্ষাৎকার

গাজীপুরে তৈরি হবে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম

গাজীপুরে বিশ্বমানের সুযোগ-সবিধাসহ সর্বাধুনিক একটি মডেল পলিটেকনিক ইনস্টিটিউট তৈরির কাজ চলছে। এখানে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এখানে দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান। 

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার্থীরা যেসব দাবির কথা বলছে, সেগুলো খুব ছোট দাবি। আমরা তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আরও বড় চিন্তা করছি, পরিকল্পনা করছি এবং কাজ শুরুও করেছি।’

পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, গাজিপুরে মডেল পলিটেকনিকের পাশাপাশি দেশের যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির কাজ চলছে। এসব কলেজে সর্বাধুনিক সুযোগ সুবিধার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পলিটেকনিকের সিলেবাস বিশ্বমানের তৈরির কাজ চলছে। 

তিনি আরও বলেন, আমি দায়িত্ব প্রহণের পর কারিগরি ও পলিটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীর অনুপাত যাচাই করি। তারপর সিদ্ধান্ত গ্রহণ করি চারটি কলেজের মধ্যে তিনটি হবে ডিপ্লোমা শিক্ষার্থীদের। নড়াইলের কলেজ হবে শুধু কারিগরি থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য। তিনটা কলেজ পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য করার কারণ হলো তাদের সংখ্যা অনেক বেশি। 

সচিব বলেন, আমাদের দেশের বৃহত জনগোষ্ঠীর জন্য কারিগরি শিক্ষায় আমাদের ভবিষ্যত। এত বেশি জনগোষ্ঠীকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করলে বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু কারিগরি থেকে শিক্ষা গ্রহণ করলে তাদের দক্ষতা অর্জন ভালো হবে এবং নিজেরা কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে। 

সচিব আরও বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় ব্যবহারিকের প্রাধান্য দেওয়ার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় সেটি সম্ভব হয় না। এটির জন্য আমরা কারিগরির সিলেবাস নিয়েও কাজ করছি। এটির জন্য ইউরোপীয় ইউনিয়ন, আইলওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠকও করেছি।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবিতে সারাদেশের কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন করে। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের রূপরেখা প্রদানে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণায়ল। পরবর্তীতে গতকাল (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।  

এএসএল/ইএ