নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখন এক জেলা থেকে অন্য জেলায় (একই বিভাগের মধ্যে) বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে এই আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
এর আগে, বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বদলির আবেদনের পরবর্তী ধাপগুলো একটি নির্দিষ্ট সময়সূচির মধ্যেই সম্পন্ন করতে হবে।
২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসাররা আবেদন যাচাই করবেন। এরপর ২৪ ও ২৫ এপ্রিল উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ২৬ ও ২৭ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ২৮ এপ্রিল স্বয়ংক্রিয় মনোনয়নের কাজ শেষ হবে। এরপর ২৯ ও ৩০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক পর্যায়ে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে।
আবেদনকারী শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে এক বা দুটি বিদ্যালয়ও বেছে নেওয়া যাবে। তবে বদলির আদেশ একবার জারি হলে তা বাতিলের জন্য আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, এর আগে ২১৬টি উপজেলা বা থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। তাই এসব উপজেলা এই বদলির সুযোগের আওতার বাইরে থাকবে। ফলে বাকি ২৭১টি উপজেলা বা থানায় এই বদলি কার্যক্রম চলবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক বদলিতে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে বলে আশা করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এএসএল/এইউ