images

শিক্ষা

জাতীয়করণের দাবিতে ৩১ দিনের মতো শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

images

দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ৩১তম দিনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকেরা। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টায় প্রেসক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। তবে দুপুর ১টায় শিক্ষকদের ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনা সভার জন্য গেছেন বলে জানা যায়। 

‘দে দে বিষ দে, না দিলে ভাত দে’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘চাকরি আছে বেতন নাই, এমন দেশ পৃথিবীতে নাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, জাতীয়করণ জাতীয়করণ’ এসব বলে স্লোগান দেন শিক্ষকেরা। 

পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতি সাদাত সবুজ বলেন, আমরা নিজের ন্যায্য দাবি আদায়ে গত এক মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আজ একটু আগে আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে গেছেন। যদি আমাদের দাবির পক্ষে তারা কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানান তাহলে ভালো। এটি না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

টাঙ্গাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান। তিনি বলেন, আমরা এক যুগের বেশি সময় ধরে বাচ্চাদের পড়াই। স্কুলের অবস্থাও ভালো কিন্তু আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। যার ফলে আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। 

শেরপুর থেকে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক মাজিদ মিয়া। তিনি বলেন, আমরা দেশের শিক্ষার ভিত্তিতে কাজ করি কিন্তু আমাদের জন্য সরকার কোনো সুবিধা দেন না। এভাবে আর আমাদের পক্ষে দেশের শিক্ষা খাতে শ্রম দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি।

দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার শিক্ষক লাগাতর অবস্থান কর্মসূচি পালন করে আসছে। 

এএসল/এএস