নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৫, ১১:২৬ এএম
দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বিতর্কের দলনেতা নাফিসা তাসনিম বিনতে খলিল।
এর আগে গত ১৫ মার্চ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত বিতর্কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের হারিয়ে বিজয়ী হন সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীরা। বিতর্কের বিষয় ছিল— ‘এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে রয়েছে’।
অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন— শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থী দলনেতা নাফিসা তাসনিম বিনতে খলিল, রুবাবা তারান্নুম ও আরহাম মুশফিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসএইচ/এএস