নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম
দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানবন্ধন করেছে ছাত্রীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এই মানবন্ধন হয়।
মানববন্ধনে সাধারণ ছাত্রীদের সঙ্গে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রোক্টর রেহানা সুলতানা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু, ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দা তারতিলা সানজিদা, আইন বিভাগের শিক্ষক সুমাইয়া ইসলাম, নাঈমা রাহুল, ইইই বিভাগের তাহরিমা আশরাফ, সিএসই বিভাগের শ্রেষ্ঠা সায়ন্তিকা মৈত্র প্রমুখ।
ছাত্রীরা সরকারের কাছে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতির অবসান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে বলেন, ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং বিচার দ্রুত কার্যকর করতে হবে।
মানববন্ধনে 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-ধর্ষকের ফাঁসি চাই', 'ধর্ষকদের কালো হাত-ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'উই ওয়ান্ট জাস্টিস', 'তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া', 'আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই' শ্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
নিপীড়কদের শাস্তির দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্লাকার্ড আনেন শিক্ষার্থীরা।