images

শিক্ষা

টিএসসিতে নারীদের নামাজের স্থান উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারীদের জন্য নামাজের স্থান উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টিএসসি অডিটরিয়ামের উত্তর পাশে নতুন নামাজের জায়গাটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। গ্রীন ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

২০২২ সালে এই স্থানে নারীদের নামাজের জন্য ব্যবস্থা করা হলেও ২৪ ঘণ্টার মধ্যেই ছাত্রলীগের হামলায় তা ভেঙে দেওয়া হয়। তবে দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর আবারও এই নামাজের স্থানটি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে।

নামাজের স্থানটির অন্যতম উদ্যোক্তা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সংগ্রামের ফলস্বরূপ এই নামাজ রুমটি প্রতিষ্ঠিত হয়েছে। ২০২২ সালের রমজান মাসে আমরা প্রশাসনের বাধা উপেক্ষা করে প্রথমবারের মতো টিএসসিতে নামাজের স্থান ব্যবস্থা করি, কিন্তু একদিনের মধ্যে ছাত্রলীগ তা ভেঙে দেয়। এরপর দীর্ঘ সংগ্রামের পর নতুনভাবে প্রশাসনের সহযোগিতায় আজ আবারও এটি উদ্বোধন হলো।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, বিভিন্ন শিক্ষক এবং গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিসি স্যার এবং গ্রীন ফিউচার ফাউন্ডেশনের সিইও নামাজের রুমের চাবি হাতে তুলে দেন। এদিন মেয়েরা এবং শিক্ষিকারা একসাথে জোহর নামাজ আদায় করেন।

আরএ/এইউ