images

শিক্ষা

বছরজুড়ে আলোচিত সমালোচিত বেরোবির নানান ঘটনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

নতুন বছরের সূর্যোদয় হতে আর কয়েক ঘণ্টা বাকি। ক্যাম্পাসে বইতে শুরু করেছে নতুন বছরের বাতাস। ২০২৪ সাল জুড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার।  জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেখা দিয়েছে দেশের ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। এই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ২০২৪ সালে ক্যাম্পাসে ঘটেছে আলোচিত নানা ঘটনা।

১ বছরে ৭ মাসেরও বেশি বন্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের ক্যালেন্ডারে গণনা করে দেখা গেছে এবছরে সাপ্তাহিক বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলে মোট ছুটি পড়েছে ১৫৬ দিন যা ৫ মাসের অধিক সময় যার মধ্যে শুধু বৃহস্পতিবারে ৫২ দিন। এভাবে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী বছরে ছুটি কাটান ৩৬৫ দিনের মধ্যে ২২১ দিন যা প্রায় ৭ মাসেরও অধিক সময়। যা অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে বাধ্য হয়ে সিন্ডিকেটে বৃহস্পতিবারের ছুটি বন্ধ করে দেয় প্রশাসন।

১৫ বছর ধরে বেরোবিতে হয়নি পূর্ণাঙ্গ শহীদ মিনার

প্রতিষ্ঠার ১৫ বছরেও নির্মাণ করা হয়নি স্থায়ী কোনো শহীদ মিনার, নেই ভাষা শহীদদের স্মরণে কোনো স্থাপনা। অথচ মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে স্থায়ী শহীদ মিনার।

নিয়োগ পরীক্ষায় ডাক পাননি স্বর্ণপদক জয়ী স্বল্পনা রানী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ পরীক্ষায় ডাক পাননি প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী স্বল্পনা রানী। ওই পরীক্ষার্থী বেরোবি থেকে অর্থনীতি বিভাগে ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত হন। স্বল্পনা রানী অর্থনীতি বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তাকে পরীক্ষার সুযোগ না দিয়ে ঈদের ছুটিতে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা আয়োজন করেন। এর আগেও একই ঘটনা ঘটে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে।

প্রশাসনিক ভবন অবরোধ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন। ৫ মে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান তুলেন।
সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন। ১০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রত্যয় স্কিম নিয়ে বেরোবি শিক্ষকদের আন্দোলন

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। গত বছরের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। তখন এতে চারটি স্কিম (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) রাখা হয়। এই ঘোষণার সাত মাস পর যুক্ত করা হয় নতুন স্কিম ‘প্রত্যয়’। এতেই বিষয়টি নিয়ে প্রতিবাদী হয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। এরই অংশ হিসেবে প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ পূর্বের পেনশন স্কিম চালু রাখা, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন কার্যকর করার দাবিতে লাগাতার কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করেছেন বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরাও।

কোটা সংস্কার আন্দোলন ও আবু সাইদ হত্যাকাণ্ড

কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন এবং আন্দোলনের গণঅভ্যুত্থানে পরিণতি পেতে অসামান্য ভূমিকা রেখেছিল বেরোবি শিক্ষার্থীরা। তন্মধ্যে আবু সাঈদের মৃত্যুর ঘটনা আন্দোলনের গতিবিধি নাটকীয়ভাবে পাল্টে দেয়। পুলিশের ছোড়া গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের প্রাণ দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন তিনি। মাত্র কয়েক হাত দূর থেকে পুলিশ তাকে গুলি করে। এতে তিনি মারা যান। যারা ফলে আন্দোলন সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে স্বৈরাচারী শাসন থেকে।

আড়াই লাখ টাকা বাকি রেখে উধাও বেরোবি ছাত্রলীগ নেতা ও শিক্ষক

জুলাই-আগস্টের আগে দোকানে আড়াই লাখ টাকা বাকি খেয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামী লীগপন্থী এক শিক্ষক । তারা কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যায় জড়িত মামলার আসামি। যার ফলে তারা পালিয়ে যায়।

বেরোবি’র ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় একাধিক মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছয় শিক্ষককে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
মামলার আসামি ছয় শিক্ষক হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিয়ার রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক খাদিজা শারমিন (অন্তরা), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান। যদিও এদের মধ্যে দুইজন বাদে বাকিদের সাথে ঘটনার কোনো সম্পৃক্ততা ছিল না।

উত্তরবঙ্গ ব্লকেড ও ভিসি নিয়োগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে বেরোবিতেও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের জন্য উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি করেন। এই কর্মসূচির দুইদিন পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। নতুন উপাচার্য হিসেবে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. শওকাত আলী।

আমি জীবনেও কখনো নামাজ কাজা করিনি, বেরোবি ভিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুমার নামাজে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত শিক্ষার্থীসহ সবার প্রতি নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে আমি কোনোদিন নামাজ কাজা করিনি।
এসময় তিনি মুসল্লিদের উদ্দেশে আরও বলেন, আমি হজ-ওমরাহও পালন করেছি। আমি ছোট থেকে বাবার সঙ্গে নামাজ পড়তাম। তাই নামাজ পড়ার আলাদা একটা অভ্যাস হয়ে গেছে। নামাজ পড়লে খারাপ কাজ করার সম্ভাবনা খুব কম থাকে। ইমামের খুতবার আগে কয়েকশ মুসল্লির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এসময় মুসল্লিদের অনেকেই তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। ভিসির এই বক্তব্যে অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপহারের বাস গায়েব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত একটি উপহারের বাস (রংপুর-ব-০৫-০০১৬) হঠাৎ পরিবহন পুল থেকে গায়েব হওয়ার মতো বিরল ঘটনা ঘটেছে। বর্তমানে বাসটি কোথায় কীভাবে আছে সে বিষয়ে সঠিক তথ্য কেউ বলতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখনো কোনো কাজই লক্ষ করা যায়নি।

আবু সাঈদের বোনকে চাকরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা নাহিদের সম্মাননা স্মারক প্রত্যাখান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে পাওয়া সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষককে অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়ায় শিক্ষার্থীদের আপত্তির মুখে সম্মাননা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তথ্য উপদেষ্টা।

রাজনীতি নিষিদ্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনীতি নিষিদ্ধের কথা জানান উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

৭ কর্মকর্তা ও ২ শিক্ষককে বহিস্কার

আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর গ্রেফতার ও রিমান্ড এবং বহিস্কার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার শরিফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শরিফুল ইসলাম বেরোবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর। ১৯ সেপ্টেম্বর বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ শরিফুল ইসলামকে নেওয়া হয়। সেখানে পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে তিনদিন মঞ্জুর করেন।

আবু সাঈদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

বহিরাগতের ৩ দিনের জেল

শীতকালীন ছুটিতে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। যদি কোনো বহিরাগত ধরা পড়ে তাহলে তিন দিনের জেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়।  

এমকেপিএ/এফএ