ঢাকা মেইল ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
রাজধানীর মাতুয়াইলের দারুননাজাত একাডেমিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে। রোববার হাতেখড়ি প্রোগ্রাম ২০২৪ ওরিয়েন্টেশন ক্লাসে শুরু হয় ডিজিটাল এই প্রযুক্তির ছোঁয়া।
দারুননাজাত একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. জিয়াউল হক বলেন, 'ডিজিটাল সিস্টেমে শিক্ষাদান শিক্ষা ক্ষেত্রে নবদিগন্তের সূচনা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যেকোনো মূর্ত-বিমূর্ত বিষয় খুব সহজেই শিক্ষার্থীদের বোঝানো যায়। এই পাঠদান আনন্দময় ও সহজবোধ্য। ডিজিটাল কনটেন্টের মাধ্যমে একাধিক স্থির বা চলমান চিত্রের সাহায্যে শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে পূর্ণ ধারণা দেওয়া সম্ভব। এমনকি এ ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ অনেক বেশি আনন্দদায়ক।'
অধ্যক্ষ বলেন, 'দারুননাজাত একাডেমি বিজ্ঞান, আইসিটি ও ভাষা শিক্ষার গুরুত্বে এক ধাপ এগিয়ে। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে এবং আইসিটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাস বাড়ানো হবে। সত্যিকারের মানুষ গড়ায় দারুননাজাত একাডেমি বদ্ধ পরিকর।'
একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাশুক বেনিয়ামিন বলে, 'ডিজিটাল পদ্ধতির পাঠদানে আমরা শিক্ষকের কথা শোনার পর সহজেই বুঝতে পারবো। সহজেই কঠিন কঠিন বিষয়ে পারদর্শী হতে পারবো। আজকের ব্যাপারটা সত্যিই আনন্দের! সত্যিই চমৎকার!'
হাতেখড়ি প্রোগ্রাম ২০২৪ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন দারুননাজাত একাডেমির ইংরেজি লেকচারার আসিফুল হক, বাংলা লেকচারার শাকিল আহমেদ। প্রোগ্রাম সঞ্চালনা করেন কে. এম. আতিকুর রহমান।
জেবি