বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
ভালো মানের গবেষণা পত্র প্রকাশ করা শিক্ষার্থীদের প্রণোদনা ও অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। শিক্ষার্থীদেরকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ উদ্যোগ গ্রহণ করা হবে।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান।
তিনি বলেন, উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ পেতে হলে গবেষণা পত্র একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এখন থেকে প্রতিবছর অনুষদ ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীকে প্রণোদনা, গবেষণা এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। শিক্ষার্থীদেরকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি/এজে